পাইকড়া ইউনিয়ণ ভূমি অফিসটি শিহরাইল মৌজাস্থ সরকারী খাস জায়গায় অবস্থিত একটি টিন সেড বিল্ডিং (নিজস্ব ভবন) -এ অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নামজারী সংক্রান্ত, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত, সরকারি সম্পত্তি রক্ষা, ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বিতরণসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
সপ লাইসেন্স, নামজারী, ভূমি ব্যবস্থাপনা, ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাস জমি বন্টন এবং ভূমি বিষয়ক দাপ্তরিক কাজ সমূহ সম্পাদন করা হয়।
ভূমি ক্রয় করার পূর্বে ইউনিয়ন ভূমি অফিসে এসে ভূমি সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জেনে ভূমি খরিদ করা যাতে পরবর্তীতে কোন সমস্যার সৃষ্টি না হয়।
৮নং পাইকড়া ইউনিয়ন ভূমি অফিসে যে সকল প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে সেগুলো হলো - আবাসন, আশ্রায়ণ, আদর্শ গ্রাম বা গুচ্ছ গ্রামসমূহ।
ঢাকা-বঙ্গবন্ধু সেতু রোডে এলেঙ্গা বাসষ্ট্যান্ড হতে এলেঙ্গা-বল্লা রোডের মাঝামাঝি বালিয়াটা বাজারে নেমে ১০০ গজ উত্তরে আসতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS